Bangla PoemBangla ShayariBangla SMSBangla StoriesBirthday wishesBlessing SMSMother's DayQuotes

মাগো আমার মা আমি তোমারি খোকা -BANGLA QUOTE

সংসারী ছেলে মা কে ডেকে বলছে………
“মা একটা কথা বলি?আমার একটা অনুরোধ রাখবে?”
মা-“তুই চাইলে আমি কি না করতে পারি?বল তোর সব কথা আমি রাখবো।”
“তোমার বৌমা বলছিলো…তোমার তো বয়স হয়েছে।
এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন…
আর এই বাড়িটা তো খুব একটা ভালো না।
ছোট ঘুপচি……. তোমার কাশিটাও বেড়ে গেছে।
আরো তো ডায়বেটিকস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা আরো কতো কি!”
মা:”হ্যাঁ রে… মনে হয় আর বেশিদিন…”
” আহ… থামো তো মা।
তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে।
আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়িতে…
না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়?
……এটাই বলছিলো তোমার বৌমা।
ওখানে অনেকে থাকবে তোমার মতোই।
তাদের সাথে গল্প করতে পারবে
আর এ বাড়িতে তো কেউই নাই,
আমি ব্যাবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে
আর মিঠু তো সারাদিনই স্কুলে।
ওখানে তুমি আরামেই থাকবে মা।…….
মা এটাই আমার . . মানে আমাদের অনুরোধ ছিলো।”
“আচ্ছা তুই চাইলে তাই হবে”।
“থ্যাংকস মা……
আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো।
তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।

পরের দিন:অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে।
নীরবতা ভাঙলেন মা…….
“বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো ?
পারলে একটা ফোন কিনে দিস আমাকে…”
” হা হা হা …মা তুমি ফোন দিয়ে কি করবে ?
আহা… ওখানে ফোন আছে তো……

কিছুক্ষন পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো।
আবার বেশ কিছুক্ষন নিরব থেকে এবার ছেলে বলে উঠলো…
“নামো মা….. এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা।দেখেছো!
বলেছিলাম না তোমার পছন্দ হবে।
তোমার জন্য দোতালার দক্ষিনের ঘরটা বুকিং করে রেখেছি।”
.
টিং ডং টিং ডং(দরজা খুললো)

“হ্যাপি বার্থ ডে টু ইউ !
!
হ্যাপি বার্থ ডে টু ইউ ‘মা’ ! ! !

.

দরজা খুলতেই চমকে গেলেন মা।
আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে।
এতো বেলুন আগে কখনো দেখেননি ।
এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি।
আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে।
ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।
” হ্যাপি বার্থ ডে মা”
মা:”তুই অনেক বড় হয়ে গেছিস (কান্নাভেজা কন্ঠে)

কিন্তু এটা কার ঘর?”
” বাড়ির ফলকে নাম দেখোনি! বাবার নামে রেখেছি ।
মা পুরো বাড়িটাই আমাদের।
এবার তুমি আরামে থাকতে পারবে মা।
তুই না ! !এমন কি কেউ করে?
(কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না)
পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক।
হাতের ব্যাগটা আঁতিপাঁতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন।


নে এটার আর দরকার হবে না।
ইঁদুরের বিষ !
চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস
তাহলে সেদিনই খেয়ে নেবো।”
“ধুর মা কি যে বলো !
এটায় তো সেসব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি।
তুমি ঘুমাও।”

.

মার আজ আর কিছুই চাওয়ার নেই।
আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে।
যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে,
ঘুমের ঔষুধ খেতে হবে না ।।

One thought on “মাগো আমার মা আমি তোমারি খোকা -BANGLA QUOTE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *